শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) দুপুর ৩টায় নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জানানো হয় আগামী (১২ ডিসেম্বর) দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে।
কর্মশালায় সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান জানান, নীলফামারী জেলায় ৩ লক্ষ ৭ হাজার ৪৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ উপজেলা ২ পৌরসভায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৩৯২ জন ও প্রতিবন্ধী শিশু ১৩০ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭৫ হাজার ৬৫৩ জন ও প্রতিবন্ধী ৩৫৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন আরও জানান, জেলার ৬১টি ইউনিয়নে ও ৪ পৌরসভায় ১ হাজার ৫৪০টি কেন্দ্রে কাজ করবেন ৩ হাজার ৮০ জন সেচ্ছাসেবক ও প্রথম সারির সুপারভাইজার ১৯১ জন ভিটামিন এ ক্যাপসুল শিশুদের খাওয়াবেন। এছাড়া জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে মনিটরিং টিম সমস্ত কেন্দ্র পর্যবেক্ষন করবে।
ওরিয়েন্টেশন কর্মশালায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা কামাল, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের, সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার আতিউর রহমান শেখ আতিক, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।