সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে
মাতৃদুগ্ধ এর গুরুত্ব ও উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩শে আগস্ট-২৩ইং) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সহযোগীতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
এতে রিসোর্স পার্সন হিসেবে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ঢাকার বিভাগীয় প্রধান ডঃ মাহবুব আরেফিন রেজানুর ও জয়নাল আবেদীন টিটু এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ইং বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এসময় বক্তারা ফার্মেসি কিংবা কনফেকশনারীসহ ব্যবসায়ীক কোন প্রতিষ্ঠানে গুড়ো দুধের বিজ্ঞাপন প্রদর্শণ করা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এছাড়াও সচেতনতা সৃষ্টি, গুড়ো দুধের বিজ্ঞাপন না করা, কোন চিকিৎসককে উপহার না দেয়াসহ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ঢাকার বিভাগীয় প্রধান ডঃ মাহবুব আরেফিন রেজানুর বলেন, আমাদের দেশে শতকরা ৬৫ ভাগ মায়ের দুধ পান করে। এখনও ৩৫ ভাগ শিশুরা মাতৃদুগ্ধের বাহিরে রয়েছে।
এটিও সরকার নিশ্চিত করতে চায়। তৃণমুল পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। অন্যথায় শতভাগ মাতৃদুগ্ধের আওতায় নেয়া অসম্ভব।
অবহিতকরণ কর্মশালায় নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) গোলাম রসূল রাখি, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববিসহ চিকিৎসক, নার্স, সাংবাদিক, ক্লিনিক মালিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ৪০ জন অংশগ্রহণ করেন।