বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় পার্ক, বাগানবাড়ি ও নির্জন স্থানে আড্ডা দেওয়ার সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ জন শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ১৩ জনের মধ্যে ৭ জন মেয়ে ও ৬ জন ছেলে শিক্ষার্থী ছিল।
রবিবার ৩০শে অক্টোবর জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান নীলফামারী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজামান।
তিনি বলেন- স্কুল ফাকি দিয়ে এই অবাধ চলা ফেরা বন্ধ করা ও শিক্ষার মান যেন ক্ষুণ্ণ না হয় সে লক্ষেই আমাদের এ অভিযান। আমাদের এসপি স্যারের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
১৩ জন ছাত্র-ছাত্রীকে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় পার্কে আড্ডা দেওয়ায় তাদের আটক করে সদর থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। মূলত স্যারের এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং তা বাস্তবায়নের আমরা কাজ করে যাচ্ছি। এ অভিযান অব্যাহত থাকবে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ বলেন- তারা স্কুল ফাকি দিয়ে ঘুরাঘুরি করায় তাদের থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে সিদ্ধান্ত মোতাবেক পরিবারের কাছে হস্তান্তর করা হবে।