শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে ৩০০ হাঁসের বাচ্চাকে বিষ দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার ১৭ই জুন দিবাগত রাতে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামের আব্দুর রহমানের ছেলে নুরুজ্জামান হোসেন নুরুর হাসের খামারে এই ঘটনা ঘটে। খামারে থাকা পাঁচশত হাঁসের মধ্যে ৩০০ হাস মারা গেছে এবং প্রায় ২০০ হাঁসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই ২০০ হাসের অবস্থাও আশঙ্কাজনক। মৃতঃ ৩০০ হাঁসের বাচ্চার বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
হাঁসের খামারের মালিক নুরুজ্জামান হোসেন নুরু জানান, ‘রাত ১টায় তিনি ও তার বড়ভাই ফয়জুল ইসলাম হাঁসগুলোকে সুস্থ্য অবস্থায় দেখে বাসায় ঘুমাতে যাই। ভোর ৬টায় তার মা জমিলা বেগম খামারে এসে দেখে হাঁসগুলো মরে পড়ে আছে। মরা হাঁস দেখে তার মায়ের চিৎকারে পরিবারের লোকজন এসে দেখে হাসগুলো মরে পড়ে আছে। তাৎক্ষনিক যে হাসগুলো জীবিত ছিল সেই হাসগুলোর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
মালিক নুরুজ্জামান বলেন, ‘ভালো হাসগুলো দেখে ঘুমাতে গেলাম। ভোরে মায়ের চিৎকারে এসে দেখি এই অবস্থা। স্থানীয় পল্লী চিকিৎসকরা জানান হাসের খাবারে বিষ দেয়া হয়েছে। মানুষের সাথে মানুষের শত্রæতা থাকতে পারে। কিন্তু নিরিহ প্রাণীর সাথে কেন মানুষ এরকম করবে তা আমার জানা নেই। রাতের আধারে কারা এসে খাবারে বিষ মিশিয়েছে তা বলতে পারছি না। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।
এ ঘটনায় নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘এখনও কোনো অভিযোগ পাই নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।