শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় ৮৪২ বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র্যাব)। বৃহস্পতিবার (৩০ মে) ভোরে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ নীলফামারীর একটি আভিযানিক দল উপজেলার শৈলমারী ইউনিয়নের মনিগঞ্জ গ্রামের এক বসতবাড়ি থেকে ফেন্সিডিল সহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার মফেল উদ্দিনের ছেলে মোঃ হাসানুর রহমান(২১), মোঃ জিয়ারুল হক(৩৩) ও মোঃ ছবিদুল ইসলামের ছেলে মোঃ আব্দুল মালেক(২০)।
র্যাব জানায়, আসামীরা দীর্ঘদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী দেশ থেকে নিয়ে এসে নীলফামারী জেলা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮৪২ বোতল ফেন্সিডিলের একটি চালান উদ্ধার করা হয়।
তথ্যটি নিশ্চিত করে র্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারিরা পাশ্ববর্তী দেশ থেকে মাদক নিয়ে এসে নীলফামারী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করার কথা স্বীকার করেন। তাদের নামে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।