শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া মেলা সহ সব ধরনের মেলা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাঠে সব ধরনের অনুষ্ঠান বন্ধ।
বেদখল হওয়া মাঠের জায়গা উদ্ধারের এক হওয়ার আহ্বান জানান স্থানীয়রা। অনেকেই মেলার জন্য নির্ধারিত জমি ক্রয়ের প্রস্তাব করেন।
নীলফামারী জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক রাজনীতিবিদ মিজানুর রহমান মাঠ রক্ষায় শহরের বাহিরে ফুলতলা মাঠ, পলাশবাড়ী মাঠে মেলা আয়োজন করা যেতে পারে বলে জানান।
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান- মেলা আয়োজনে সৈয়দপুর-নীলফামারী প্রধান সড়কস্থ দারোয়ানী টেক্সটাইল মিল মাঠ ব্যবহার করা যেতে পারে। এতে করে শহরের ভিতরের ভীড় কমবে।
নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন- মাঠটি পৌর সভার না হলেও এর সবকিছু উন্নয়ন থেকে শুরু করে সবকিছু পৌর সভাকেই করতে হয়। ইতি পূর্বে পৌর সভার উদ্যোগে মাঠে সড়ক নির্মাণ, ড্রেন, বৈদুতিক বাতি, বসার বেঞ্চ নিমার্ণ ছাড়াও ফুলের বাগান করা হয়। মাঠ রক্ষায় শহরের বাহিওে অনেক স্থান আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে।
অপর দিকে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন সিনিয়র শিক্ষক অভিযোগ করে বলেন-বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মাত্র ২৫-৩০ গজ দূরে মেলা আয়োজন কোন ভাবেই মেনে নেয়া যায় না। মেলার শোরগোল ও মাইকের শব্দে পাঠদান চরম ভাবে ব্যাহত হলেও বিষয়টি সংশ্লিষ্ট সকল মহলই বরাবরই এড়িয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের কথা কেউ ভাবছেন না।
এদিকে পবিত্র ঈদ-উল-আযহার আগে নীলফামারী খয়রাত হোসেন মার্কেট ও পৌর মার্কেটের ব্যবসায়ীরা মেলা বন্ধের দাবি জানিয়েছে।
অপর দিকে নীলফামারী হাই স্কুল মাঠে সব ধরনের মেলা ও অনুষ্ঠান বন্ধ রাখতে আইনী পদক্ষেপের কথা ভাবছেন হাইকোর্ট বারের নীলফামারীর আইনজীবিরা।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।