Thursday, April 25, 2024
Homeঅপরাধ ও আইননীলফামারীতে চাঁদা না দেয়ায় ল'চেম্বার ভাঙচুর আইনজীবি লাঞ্চিত

নীলফামারীতে চাঁদা না দেয়ায় ল’চেম্বার ভাঙচুর আইনজীবি লাঞ্চিত

৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
নীলফামারীর ডোমার উপজেলা বোড়াগাড়ী বাজারের চামাড় পাড়া মোড়ে এক আইনজীবীর কাছে চাঁদার দাবিতে ল’চেম্বার ভাংচুরসহ লাঞ্চিত করার অভিযোগে বাদি হয়ে আদালতে মামলা করেছেন আইনজীবী খাইরুল ইসলাম (নাঈম)।

শুক্রবার ৪ঠা মার্চ বিকাল সাড়ে চারটার দিকে এক লক্ষ টাকা চাঁদার দাবিতে আইনজীবী খাইরুল ইসলাম (নাঈম)কে নিজ ল’চেম্বারের সামনে মটর সাইকেল থামিয়ে লাঞ্চিত করে, টাকা দিতে অস্বীকৃতি জানালে চেম্বারে ভাঙচুর চালায়।

বিচারক মোঃ শাহীন কবির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ সোমবার ৪ঠা এপ্রিল) পিটিশন মামলা দায়ের করেন; মামলা নং-পি-২৭/২২।

আইনজীবী খাইরুল ইসলাম (নাঈম) জানান-, এলাকার সসন্ত্রাসী জয়দেব চন্দ্র মহন্ত গোপাল চন্দ্র রায়, সাইদুল ইসলাম, কাকন চন্দ্র দাস, বিশ্বদেব দাস, জামিনি চন্দ্র রায়সহ আরও কয়েক জন মিলে ল’চেম্বার ভাঙচুর করে।

এই ৬ জমকে আসামী করে মামলা করা হয়েছে। বাদী পক্ষের আইন জীবি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী বলেন আসামীগণ যে ধরনের অপরাধ সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩৮৫/৪২৭/৩৪ দঃবিধি দায়ের করে মামলা দেয়া হয়েছে।

বিষয়টি নিয়ে আইনজীবী সমিতির সকল সদস্য উদ্বেগ প্রকাশ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments