বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী শহরের নাগরিক সুবিধা দিতে নীলফামারী পৌর মেয়র নীলফামারী টার্মিনালে দুরপাল্লার কোচ স্টান্ড বানিয়েছেন এতে নীলফামারী বাসী ব্যাপক খুশি। কমেছে শহরের যানজট। দূষণমুক্ত হয়েছে শহরের পরিবেশ।
মানুষ পরিবার পরিজন নিয়ে চলাফেরা করতে পারছে রাস্তাগুলোতে স্বাচ্ছন্দে। কিন্তু নীলফামারী জেলার সৈয়দপুর শহরের নাইট কোচ গুলো সৈয়দপুর শহরের জিকরূল রোডে ঢোকার নিষেধাজ্ঞা থাকলেও।
অজ্ঞাত কারণে বেশ কিছুদিন থেকে আবার ওই রাস্তায় ঢোকার চেষ্টা করছে এতে একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন। শহরের ভিআইপি রোডে এভাবে নাইট কোচ ঢুকলে শহরটি যানজটের স্থবির হয়ে যায়। আপনারা সাংবাদিক আছেন আপনার লিখছেন না কেন। আপনারা কি নাইটকোচ ওয়ালাদের কাছে টাকা পয়সা খেয়েছেন নাকি।
এ ব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর এর সাথে কথা বললে তিনি জানান- জিকরুল হক রোডে নাইট কোচ ঢোকার কোন অনুমতি নাই। রাত দশটার পর আমাদের ট্রাফিক বিভাগের লোক থাকে না তাই তারাই সুযোগকে কাজে লাগিয়ে শহরে যানজট ও পৌরবাসীকে কষ্ট দিচ্ছে। পৌর প্রশাসন মুখে কালো টেপ লাগিয়ে বসে আছেনবলে মতামত একাধিক সচেতন নাগরিক।