৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে দলটির কিশোরগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। শনিবার (২২ নভেম্বর) কিশোরগঞ্জ উপজেলা এলাকায় পানি উনয়ন্ন বোর্ড অফিস চত্বরে গণ সমাবেশ ও পরে সড়কে বিক্ষোভ মিছিল করে তারা।
এতে অংশ নেয় ধানের শীষে সংসদীয় আসনটির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য প্রয়াত আমজাদ হোসেন সরকার ভোজের ছেলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরফান সরকার (রানা) সহ বিএনপির পক্ষের অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতারা।
উপজেলা পানি উনয়ন্ন বোর্ড থেকে মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিন শেষে কিছু সময় বিক্ষোভ করে এবং রানার মনোনয়নের দাবি নিয়ে তার প্রয়াত বাবা আমজাদ হোসেন সরকার ভজের বিগত আমলের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ।
সৈয়দপুর-কিশোরগঞ্জে নিয়ে গঠিত এই আসনে গণ মানুষের সীমাহীন ভালোবাসায় সিক্ত ছিলেন রানার বাবা আমজাদ হোসেন সরকার ভজে। বিগত ২০০১ সালে আমজাদ হোসেন সরকার আসনটিতে এমপিও নির্বাচিত হয়েছিলেন। তারই যৌগ্য সন্তান এবং তরুন প্রজন্মের আইকন রানা সরকারকে এই আসনের মনোনয়ন চান নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ উপজেলার সাধারণ ভোটারা।
দীর্ঘদিন আওয়ামী দুঃশ্বাসনের অবসানের পর এবারের নির্বাচনে রানাকেই যোগ্য নেতা হিসেবে মনে করেন এবং মনোনয়নের দাবি তাদের। তবে, দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ, দেখা দিয়েছে দলীয় কর্মী বিভেদ ও বিএনপির আসন হারানোর আশঙ্কা। এসময় দ্রুত সঠিক বিবেচনার মাধ্যমে যোগ্য নেতৃত্বকে মনোনয়ন দেয়ার দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয় উপস্থিত সাধারণ জনমত।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।