উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের খেজুর সন্ন্যাসী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ই এপ্রিল বিকালে পৌর সভার ভাদুলীডাঙ্গা এলাকায় ‘খেজুরের কাঁদি’ পাড়ার এই উৎসব অনুষ্ঠিত হয়। খেজুর সন্ন্যাসী পূঁজা ঘিরে নড়াইলের হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে ব্যাপক উৎসাহের আমেজ সৃষ্টি হয়। খেজুর সন্ন্যাসী দেখতে বিভিন্ন লোক ভাদুলীডাঙ্গা এলাকায় ছুটে আসেন।
সন্ন্যাসীরা তন্ত্র-মন্ত্র ও বন্দনার মাধ্যমে খালি পায়ে খেজুর গাছের চূড়ায় উঠে অক্ষত অবস্থায় খেজুর নিয়ে নিচে নেমে আসেন। তন্ত্র-মন্ত্রের কারণে কাঁটা ফোটে না এমনই বিশ্বাস তাদের। গ্রাম বাংলার এই খেজুর সন্ন্যাসী পূঁজা ঘিরে নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহের আমেজ সৃষ্টি হয়।
সন্ন্যাসীরা বলেন- সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের চৈত্র মাসের শেষ দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ পূঁজা-অর্চনা করে থাকেন। পরে একটি খেজুর গাছকে ঘিরে এ পূজা অনুষ্ঠিত হয়।
খেজুর গাছে উঠার আগে গাছের চারিদিকে ১২ থেকে ১৬ জন সন্ন্যাসী ঢাক-ঢোলের তালে তালে গাছের পাশ দিয়ে ঘুরতে থাকেন। গাছরে জরাই ধরে গোসাই পড়তে থাকেন বিভিন্ন মন্ত্র-তন্ত্র। ঘুরতে ঘুরতে এক সময় দ্রুত গতিতে খেজুর গাছ বেয়ে ওপরে উঠতে শুরু করেন সন্ন্যাসীরা । একটি খেজুরগাছে ৩ থেকে ৪জন সন্ন্যাসী খেজুরের কাঁদি পাড়তে গাছে ওঠেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়- পুণ্যের আশায় হিন্দু সম্প্রদায়ের লোকজন এই খেজুর সন্ন্যাসী পূজা করে থাকেন। এই খেজুর খেলেও পুণ্য হয়। সেই আশায় গাছ থেকে খেজুর পাড়ার পর কাঁচা খেজুর অনেকে খেয়ে থাকেন। অনেকে আবার বাড়িতে নিয়ে ঘরে রেখে দেন। এই খেজুর দিয়ে সকালে শিব পূঁজা করবে হিন্দু সম্প্রদায়ের মানুষ।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।