পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দর দিঘী ইউনিয়ন খারিজা গুয়াগ্রাম হাজরা ডাংগায় ভাতিজার নিকট জমি বিক্রি করে রেজিস্টি না দিয়ে ২৫ বছর পর আবার নিজের ভোগদখলে নেয়ার চেষ্টায় চাচা ক্ষমতার দাপট দেখাচ্ছে আব্দুল লতিফ নামের এক চাচা।
গত ১৯৯৮ইং সালে তখনকার জমির ন্যায্য মুল্যে টাকা নিয়ে বংশীয় ভাতিজার (মহির আলির) নিকট ১৮ শতক জমি বিক্রি করে। টাকা নেয়ার পর জমি রেজিষ্ট্রেশন দিবো দিবো বলে গত পঁচিশ বছরেও সে জমি রেজিষ্ট্রেশন দেননি চাচা আবদুল লতিফ এবংকি এখন বলছে আমি জমি বিক্রি করিনি অথচ জমি বিক্রি করে ন্যায্য মুল্যে টাকা নিয়ে গত পঁচিশ বছর যাবত ভাতিজা মহির আলীকে ভোগদখলে দেয় মহির এ যাবৎ পঁচিশ বছর যাবত ভোগ করে আসছে।
জমির রেজিষ্ট্রেশনের ব্যাপারে বহু দেন-দরবার হয়ে গেছে সামাজিক ভাবে কোন ফল হয়নি। সর্বশেষ গত ২৮/০৮/২২ ইং তারিখে ৫নং সুন্দর দিঘী ইউনিয়ন পরিষদে জমি রেজিষ্ট্রেশন দেয়ার জন্য একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ গ্রহণ করে আব্দুল লতিফ কে নোটিশ দেন কিন্তু বিবাদী আব্দুল লতিফ বারবার সময় নিলেও গ্রাম্য আদালতে হাজির হননি বরং চেয়ারম্যান কি করতে পারবে বলেও হুমকি দেন।
তিন তিনটি ধ্যার্য্য তারিখে হাজিরা না দেয়ায় চেয়ারম্যান আব্দুল হালিম উচ্চ আদালতের দারস্থ হওয়ার পরামর্শ দেন কিন্তু তার আগেও আব্দুল লতিফ জমি ক্রেতা মহির আলি সহ মোট ৬ জনের নামে আদালতে মামলা করেন যার বিবাদী গণ দুইজন বাদে চারজনেই ছাত্র তারা বাহিরে লেখাপড়া করে।
আব্দুল লতিফ নাকি আ‘লীগের একজন নেতা আর সেই দাপটই নিরিহ গরীব মহির আলির জমি রেজিষ্ট্রেশন করে দিবেনা মর্মে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে আসছে এমতাবস্থায় ভুক্তভোগী মহির আলি সহ তার লেখাপড়া রত চেলেরা হুমকির মধ্যে পড়ে আছে। অতচ শত শত স্বাক্ষী এখনো সমাজের লোকজন দিচ্ছে যে আব্দুল লতিফ জমিটি মহির আলির নিকট বিক্রি করেছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।