মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
পাবনায় এক গৃহবধূকে জোরপূর্বক অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়ার প্রায় ১৭ ঘন্টা পরে সিরাজগঞ্জ থানার কড্ডার মোড় এলাকা থেকে বিশেষ অভিযানে অপহরণকারী মাহিনকে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে অক্ষত অবস্থায় গৃহবধূ উর্মি খাতুনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনা যুব উন্নয়নের সামনে থেকে একজন নারীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে চলে যান অপহরণকারীরা। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়। খবর পেয়ে পাবনা থানার একটি বিশেষ টিম তাকে ফলো করতে করতে সিরাজগঞ্জ থানার কড্ডার মোড় এলাকা থেকে অপহরণকারী মাহিনকে গ্রেপ্তার করে। অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ৫ থেকে ৭ জন একটি সাদা প্রাইভেটকারে পাবনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অবস্থান নেয়। মহেন্দ্রপুর গ্রামের রাকিবুল ইসলাম স্ত্রী উর্মি খাতুন আর ই সি প্রশিক্ষণে অংশ নিতে যুব উন্নয়ন প্রশিক্ষণ গেটে আসামাত্র মাহিনসহ ৫-৭ জন কথা বলে গাড়ির কাছে নিয়ে যান। পরে গাড়িতে থাকা ৪-৫ জন জোরপূর্বক গাড়িতে উঠিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে পাবনা সদর থানায় উর্মি খাতুনের স্বামী রাকিবুল ইসলাম নিজে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এই অভিযোগের ভিত্তিতে পাবনা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার এসআই মাহবুব আলমের নেতৃত্বে সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে সিরাজগঞ্জ থানার কড্ডার মোড় এলাকা থেকে বিশেষ অভিযানে অপহরণকারী মাহিনকে গ্রেপ্তার করে উর্মি খাতুনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।