শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে একজনকে আগ্নেয়াস্ত্র পিস্তল সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
পাবনার পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রোকনুজ্জামান সরকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং ওসি ডিবি, মুহাম্মদ আনোয়ার হোসেন ও পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ জিন্নাত সরকার এর নেতৃত্বে বৃহস্পতিবার ২২শে ডিসেম্বর ভোর ০৫.১৫ ঘটিকার সময় ডিবি পুলিশের এসআই(নিঃ) সাগর কুমার সাহা, এএসআই(নিরস্ত্র)মোঃ আমিনুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় এক অভিযান পরিচালনা করা হয়।
পাবনা জেলার সদর থানাধীন গয়েশপুর কুমিল্লি এলাকায় অভিযান পরিচালনা করিয়া আটঘরিয়া থানার, চক চৌকিবাড়ী গ্রামের মৃত আলাউদ্দিন সরদারের ছেলে ১. মোঃ সুজন সরদার(২৮), কে একটি লোহার তৈরী সচল 7.65 mm বিদেশী পিস্তল সহ গ্রেফতার করা হয়।
ধৃতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।