শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
মো. নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনসুর আলম পিন্চুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) ২০২৫ইং সকাল সাড়ে ১১ টার সময় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে সাঁথিয়া থানা পুলিশ।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় ক্ষেতু ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনসুর আলম পিন্চুকে গ্রেফতার করা হয়েছে। কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য- গত ২৯ জুলাই সাঁথিয়া বাজারে আব্দুল মতিনের একটি মুদি দোকান ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিনি গত ৫ অক্টোবর সাঁথিয়া থানায় মামলা করেন।