বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার আতাইকুলা থানাধীন মধুপুর বাজারে মেরিট একাডেমী নামে একটি প্রতিষ্ঠান গত শুক্রবার ৪ঠা নভেম্বর বিকাল ৩ ঘটিকার সময় উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন- মেরিট একাডেমির পরিচালক ধানুয়াঘাটা ইউনুস আলী ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ রমজান আলী।
তিনি বলেন- বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে মেধা, মনন শীল ও দেশপ্রেমে উদীপ্ত, প্রতিযোগিতা পূর্ণ বিশ্বে সফল ভাবে টিকে থাকুক আপনার প্রিয় সন্তান। এটাই আমাদের দৃঢ় প্রত্যয়।
উক্ত মেরিট একাডেমি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাবনা জেলা জামায়াতের সাবেক আমির, খয়েসুতি কলেজের সাবেক অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ, অত্র এলাকার কৃতি সন্তান অধ্যাপক মাওলানা আব্দুর রহিম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কীট তত্ত্ববিদ মোঃ হেলাল উদ্দিন।
মোহাম্মদ সাগর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- খিদিরপুর ডিগ্রী কলেজের অধ্যাপক হাফেজ মাওলানা মোঃ বাকীবিল্লাহ, অধ্যাপক মোঃ জালাল উদ্দিন, দৈনিক বিপ্লবী সময় পত্রিকার বার্তা সম্পাদক এম এ ছালাম, আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন, ফজলুর রহমান, মেহেদী হাসান মামুন, শাহিনুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।