বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলা জামায়াতের উদ্দোগে ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩ ঘটিকা হইতে ঐতিহ্যবাহী পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলহাজ্ব আছির উদ্দিন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদর জামায়াতের আমীর মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে সেক্রেটারি মোঃ ইব্রাহিম খলিল আইনুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে সূরার অন্যতম সদস্য ও পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন বলেন, কুরআন ও সুন্নাহর আলোকে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মহান স্বপ্ন নিয়ে জামায়াত কাজ করছে। ইনশাআল্লাহ আমরা এই কাজে একদিন সফল হবো। এইজন্য সমাজ থেকে অসৎ নেতৃত্ব বিদায় করে সৎ, যোগ্য, মেধাবী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সংগঠনকে শক্তিশালী ও বিজয়ী আন্দোলনে পরিণত করতে হলে গণমুখী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সামাজিকভাবে প্রতিষ্ঠিত সহ সমাজের সব শ্রেণীপেশার মানুষের কাছে জামায়াতের দাওয়াত পৌঁছাতে হবে।
তিনি আরও বলেন, জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এদেশের মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার, ভোটের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ওয়ার্ড সভাপতি দের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুগে যুগে যারা ইকামাতে দ্বীনের কাজ করেছে তারা অনেক জুলুম নির্যাতনের স্বীকার হয়েছে। এদেশেও জামায়াত ইকামাতে দ্বীনের কাজ করার কারণে অনেক জুলুম-নির্যাতনের স্বীকার হয়েছে এবং শাহাদাত বরণ করেছে। ইকামাতে দ্বীনের কাজের মাধ্যমেই মুমিনদের সফলতা নিশ্চিত হতে পারে। অহংকারী না হওয়া, গীবত ও পরনিন্দা না করে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া। এর ব্যাত্যয় ঘটলে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে তাই ক্ষমা ও ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা একান্ত প্রয়োজন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাকারিয়া হুসাইন, সাবেক আমীর হাফেজ মাওলানা ময়েজ উদ্দিন, সাংগঠনিক সেক্রেটার মাওলানা ওবায়দুর রহমান খান, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, বায়তুলমাল সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।