আল মামুন মিলন- পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে হৃদয় রায়(২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। গতকাল শনিবার রাত ১১ টার দিকে মহাসড়কের চান্দাপাড়া নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। এ সময় ওই পুলিশ সদস্য মোটর সাইকেল যোগে ফুলবাড়ী থেকে পার্বতীপুর মুখে আসছিল।
জানা যায় গেছে, ওইদিন পারিবারিক কাজ সেরে পুলিশ সদস্য হদয় রায় ফুলবাডী থেকে মোটর সাইকেল যোগে পার্বতীপুর আসছিল। পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের চান্দাপাড়া নামক স্থানে পৌঁছলে একই দিক থেকে আসা অজ্ঞাত নামা একটি ট্রাক পুলিশ সদস্যকে পৃষ্ঠ করে। নিহত হৃদয় রায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা গ্রামের কালীরঞ্জনের ছেলে।
তিনি পার্বতীপুর উপজেলার হুগলীপাড়া গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন বলে জানা যায়। সে দিনাজপুর পুলিশ লাইনের পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পথচারীরা সড়কে পড়ে থাকা নিহত পুলিশ সদস্যকে দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে কল দেয়। পরে পার্বতীপুর মডেল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। মডেল থানার এসআই মাসুদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবহনটি সনাক্তের তদন্ত চলছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।