রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
আল মামুন মিলন, দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের পার্বতীপুরে সরকারী প্রণোদনার ইউরিয়া সার ও পাটবীজ ইউনিয়ন পরিষদ থেকে পাট ও পাটবীজ দপ্তরে সরিয়ে নেওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার (৬ নভেম্বর) থেকে টিমের তদন্ত কাজ শুরু হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। কমিটির সদস্যরা হলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হুসাইন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু মুসা মুহাম্মদ হোসাইন ও জনস্বাস্থ্য প্রকৌশলী নাজির হোসেন। গঠিত তদন্ত কমিটিকে ১ সপ্তাহের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, চলতি অর্থ বছরে সরকারি প্রণোদনার ১’শ কৃষকের মাঝে বিতরনের ২৪ বস্তা ইউরিয়া সার ও ১০০ কেজি পাট বীজ বরাদ্দ পায় পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ। এর মধ্যে জুনের আগে ১২ বস্তা ইউরিয়া সার ও ৪৫ কেজি পাটবীজ বিতরন কাজ শেষ করে পরিষদ। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে পলাশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বিরোধী পক্ষের হাতে হামলা ও নির্যাতনের শিকার হলে পরিষদের কর্মকান্ড স্থবির হয়ে পড়ে।
বিতরনের অর্ধেকই পড়ে থাকে পরিষদের গোডাউনে। বিষয়টি উপজেলা প্রশাসনের কর্মকর্তা নির্বাহী অফিসার ফাতেমা খাতুনের নজরে আসলে গোডাউনে থাকা সার ও বীজ সরিয়ে উপজেলা পাট ও পাট বীজ দপ্তরে নিয়ে বিতরনের উদ্দ্যোগ নেয়।
গত (৪ নভেম্বর) পাট ও পাটবীজ দপ্তরের উপসহকারী অভিজিৎ দাস ও ইউনিয়ন পরিষদের সদস্য সহ পরিষদের গোডাউন থেকে অবিতরনকৃত সার ও পাটবীজ নিয়ে পাট দপ্তরে নেওয়ার পথে স্থানীয় কতিপয় লোকজন ভ্যান আটকে দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত টিম গঠন করে উপজেলা প্রশাসন।