রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
আল মামুন মিলন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার পার্বতীপুর পৌরসভার সাধারন নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে সাধারন নির্বাচনের মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী আমজাদ হোসেন, পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক (স্বতন্ত্র), বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাছানুল ইসলাম প্রামাণিক (স্বতন্ত্র), বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান (স্বতন্ত্র) ও সাবেক পৌর চেয়ারম্যান মরহুম আউয়াল হোসেনের পুত্র সাইফুল ইসলাম (স্বতন্ত্র)। পৌরসভার সরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারন ওয়ার্ড কাউন্সিলর ৪৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার (উপ-সচিব) মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক জানান- মনোনয়ন পত্র বাছাই আগামী ১০ই অক্টোবর সোমবার ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ই অক্টোবর সোমবার এবং ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হবে আগামী ২রা নভেম্বর। এই পৌরসভার সর্বশেষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ২০১১ইং সালে। এবারে পার্বতীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩’শ ৯৯ জন।
যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৬ হাজার ৪’শ ৭২ জন ও মহিলা ভোটার রয়েছে ১৬ হাজার ৯’শ ২৭ জন।