পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের নির্দেশে ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও ভাড়াটে লোকজন কোন নোটিশ ছাড়াই এক ব্যবসায়ীর সীমানা প্রাচীর বলপূর্বক ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের বেহবতপুর গ্রামে।
অভিযোগে জানা যায়- বেহবতপুর গ্রামের মৃতঃ মোসলেম উদ্দিনের পুত্র গোলাম মোস্তফা তার কবালা দলিলমূলে সম্পত্তিতে দালানের বাড়ি ও মিল চাতাল সীমানা প্রাচীর নির্মাণ পূর্বক দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন। মিল চাতালের পাশেই ভেন্ডাবাড়ী- বেহবতপুর সড়ক। সম্প্রতি সড়কটি পাকাকরণের কাজ চলছে। ভেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলাম মিল চাতালের সীমানা প্রাচীরটি রাস্তার দাবি করে কোন পূর্ব বার্তা বা নোটিশ ছাড়াই প্রাচীর ভাঙ্গার নির্দেশ দিলে ইউপি সদস্য মেজবাহুর রহমানের নেতৃত্বে গ্রাম পুলিশ ও ভাড়াটে লোকজন বলপূর্বক সীমানা প্রাচীরটি ভেঙ্গে গুড়িয়ে দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী গোলাম মোস্তফা জানায়- বেপরোয়া ইউপি চেয়ারম্যানকে জমির কাগজপত্র যাচাইয়ের জন্য বার বার অনুরোধ করেও কোন কাজ হয়নি। মূলতঃ ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলাম সম্প্রতি ইউপি সদস্য মেজবাহুর রহমানের মাধ্যমে প্রাচীর না ভাঙ্গার শর্তে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। উক্ত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়েই তারা ভাংচুরের ঘটনা ঘটায়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলাম চাঁদার বিষয় অস্বীকার করে বলেন- সীমানা প্রাচীরটি সরকারী রাস্তার মধ্যে পড়ায় তা বিধি সম্মতভাবে ভেঙ্গে দেয়া হয়েছে।
বুধবার ২৬শে এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় অভিযোগ প্রাপ্তি নিশ্চিত করে বলেন- থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।