বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন
হাবিবুর রহমান- পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি.
রংপুরের পীরগঞ্জে বড় আলমপুর ইউনিয়নে করতোয়ার চরে বছরে পর বছর ধরে চলমান জুয়ার সর্দার ধর্মদাশপুর উচাপাড় গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আতোয়ার (৪০)কে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃত সহযোগিরা হলো, পাশ্ববর্তী শিমুলবাড়ি গ্রামের গোলজার রহমানের ছেলে মেহেদুল (৩৮) ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে তারাজুল ইসলাম (৩৬)। যৌথ বাহিনী গত শনিবার রাতভর বিভিন্ন
স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক জানান, গ্রেফতারকৃত জুয়াড়ির সর্দার আতোয়ার রহমানের বাড়ি তল্লাসী চালিয়ে নগদ ২ লাখ টাকা, ১১টি মোবাইল, জুয়ার গুটি ও দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের পূর্বক রংপুর কোট হাজতে প্রেরণ করা হয়েছে।
বড় আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম বলেন, দীর্ঘদিন থেকে জুয়া বন্ধের জন্য প্রতিবাদ করেছি। কোন কাজ হয়নি। আজ যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেন এবং জুয়াড়ি নেতা আতোয়ারের বাড়ি তল্লাশি করে নগদ অর্থ, মোবাইল, দেশিয় বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করে। এতে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। আমিও অভিন্নদন জানাই এবং পাশাপাশি চিরতরে এই জুয়া বন্ধের জন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, দীর্ঘ এক যুগ ধরে আতোয়ারের নেতৃত্বে করতোয়ার চরে রীতিমতো সামিয়ানা টানিয়ে ঢাক ঢোল পিটিয়ে স্থানীয় প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জুয়া চালানো হতো। রোজ সাইকেল মোটর সাইকেল এমনকি মাইক্রোবাস যোগে খেলোয়াড়রা এসে এখানে জুয়া খেলায় মেতে উঠতো। অনেকে জুয়া খেলতে গিয়ে সহায় সম্বল হারিয়ে পথে বসেছে অনেকেই মৃত্য হয়েছে একজনের। এলাকায় এই জুয়া চলার কারণে এলাকায় মাদকসেবী ও বিক্রেতা বৃদ্ধি পেয়েছে। জুয়া খেলা বন্ধের দাবিতে এলাকাবাসী মিছিল মিটিং মানববন্ধনও করলেও কোন ভাবেই এই জুয়া বন্ধ হয়নি কোনদিন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com