বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন
মোস্তফা মিয়া- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠান পালনের জন্য পীরগঞ্জ উপজেলা বিএনপি’র পক্ষ থেকে প্রতিটি পুজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদকের কাছে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ উপলক্ষে শনিবার পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুন্নবী পলাশ এর সভাপতিত্বে উপজেলা বিএনপি’র সদস্য সচিব প্রভাষক জাকির হোসেনের সঞ্চালনায় উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, পৌর বিএনপি’র আহবায়ক সাইফুল আযাদ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় চন্দ্র, সাধারন সম্পাদক সুনীল চন্দ্র পাল, পুজা পরিষদের নেতা নিরঞ্জন চন্দ্র, রণজিত কুমার, সুধীর চন্দ্র প্রমুখ।
সভা শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম ৯৩টি পুজা মন্ডপের সভাপতি সম্পাদকের হাতে নগদ ৩ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।