মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে জোড় করে পদত্যাগে বাধ্য করা শিক্ষিকাকে আবারো ফিরে পেতে উক্ত প্রধান শিক্ষিকার দ্বারস্থ হয়েছে চতরা উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা।
জানা গেছে, উপজেলার চতরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা বেগমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উক্ত শিক্ষিকাকে পদত্যাগে বাধ্য করেছিল। এদিকে আজ (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার চতরা উচ্চ বিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকা খাদিজা বেগম কে পূর্বের ঘটনা ভুল স্বীকার করে ফুল দিয়ে বরণ করে নেন।
এ পরিস্থিতিতে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা খাদিজা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, বিগত ৩০ বছর ধরে সুনামের সঙ্গে বিদ্যালয়টিতে শিক্ষকতা করে আসছি। হয়তো শিক্ষার্থীরা কারো দ্বারা প্রভাবিত হয়ে আমাকে পদত্যাগে বাধ্য করেছিল। তবে শিক্ষার্থীরা আমার সন্তান সমতুল্য ওদের প্রতি আমার কোন ক্ষোভ নেই।
শিক্ষার্থী মুনিরা, ফরিদা, জামান সহ অনেকে তাদের প্রতিক্রিয়ায় জানায়, আমরা ভুল করেছি। আমরা বুঝতে পারিনি। ম্যাডামের আমাদের খুব প্রয়োজন। ম্যাডাম ছাড়া আমাদের স্কুল চলবে না। তাই আমরা ভুল শিকার করে ম্যাডামকে নিতে এসেছি।
পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান এর সঙ্গে সাক্ষাত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা তোমাদের স্যারের কাছে যাও এবং উক্ত শিক্ষিকাকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
উল্লেখ্য, গত ২১ আগষ্ট উক্ত শিক্ষিকাকে পদত্যাগ করিয়ে গত (১০ সেপ্টেম্বর) মঙ্গলবার শিক্ষিকার নিজ বাসা পীরগঞ্জে গিয়ে আবারও স্কুলে ফিরিয়ে নেওয়ার অনুরোধ ও ভুল স্বীকার করেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।