প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৩:১২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৩, ১১:০৯ এ.এম
পীরগঞ্জে বাবার অজান্তে ১একর ৪০ শতাংশ জমি লিখে নিয়েছে পুত্র।
মোঃ মোস্তফা মিয়া- পীরগঞ্জ (রংপুর জেলা) প্রতিনিধিঃ
তিন ছেলে এক মেয়ের জনক তালা কিসকু মন্ডল। বড় ছেলে নাইকা কিসকু (৪৮) বেশ কয়েক বছর ধরে দিনাজপুরের ফুলবাড়ি এলাকায় শ্বশুর বাড়িতে থাকেন, মেজ ছেলে লাদেম কিসকু (৪২) ও লুকাস কিসকু (৩৫) নিজ বাড়িতেই বৌ-বাচ্চা নিয়ে অবস্থান করছে।
ছোট ছেলে লুকাস কিসকু এলাকার কিছু ধোকাবাজের প্ররোচনায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নিজ বাবার স্থলে অন্য ব্যক্তিকে দেখিয়ে ১একর ৪০ শতাংশ জমি দলিলমূলে লিখে নিয়েছে। ঘটনাটি ঘটেছে পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের আদিবাসী পল্লী চককৃষ্ণপুর গ্রামে।
জানা গেছে, চককৃষ্ণপুর মৌজার জেএল নং- ১, আরএস ৮১ খতিয়ানে ১১৪ দাগে ৪২ শতাংশ ও ১১৬ দাগে ৯৮ শতাংশ মোট ১একর ৪০ শতাংশ জমির প্রকৃত মালিক তালা কিসকু মন্ডল। উক্ত জমি তারই ছোট ছেলে লুকাস কিসকু প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গত ১৯ সেপ্টেম্বর' ২০২২ তারিখে সমূদয় জমি তালা কিসকু মন্ডলের অজান্তে দলিল মূলে লিখে নেয়। দলিল নং- ৯০৬৭/২২।
দলিল সম্পাদনের ক্ষেত্রে তালা মন্ডলের স্থলে একই গ্রামের হোপনা কিসকুকে পীরগঞ্জ সাবরেজিস্টার অফিসে উপস্থাপন করে দলিল সম্পাদন করা হয়। দলিলে শনাক্তকারী হিসেবে একই গ্রামের মৃতঃ বাবলু কিসকুর পুত্র দরবারী কিসকু ও স্বাক্ষী হিসেবে একই ইউনিয়নের হাজিপুর গ্রামের তোজাম্মল হোসেনের পুত্র মন্জুর হোসেনের নাম উল্লেখ রয়েছে। ঘটনাটি সম্প্রতি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ব্যাপারে জমি মালিক তালা কিসকু মন্ডল জানায়- আমি আমার জমি বিক্রয়ের বিষয়ে কিছুই জানিনা। ছোট ছেলে লুকাস কিসকু প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে যে অপকর্ম করেছে তা কোনভাবেই মেনে নিতে পারছিনা।
মেঝ ছেলে লাদেম কিসকু বলেন- এলাকার টাউট নামে খ্যাত স্বাক্ষী মন্জুর হোসেন ছোট ভাই লুকাস কিসকুকে নানাভাবে প্রলুব্ধ করে
আড়াই লক্ষ টাকার হাতিয়ে নিয়ে প্রতারণার মাধ্যমে বাবার স্থলে অন্য ব্যক্তির ছবি লাগিয়ে দলিল সম্পাদন করে।
পীরগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক জানান- সাবরেজিস্টার অফিসে এ ধরণের ঘটনা ঘটার কথা না। যদি ঘটে থাকে, চরম অপরাধ করা হয়েছে। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে বুধবার দুপুরে সাবরেজিস্টার ফজলে রাব্বির সঙ্গে কথা হলে জানান- মাত্র দু'সপ্তাহ পূর্বে যোগদান করেছি। বিষয়টি আমি ইতিমধ্যেই জেনেছি। তদন্ত সাপেক্ষে ওই দলিল লেখক বেলাল হোসেনসহ (সনদ নং ১৭৩) প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Design & Development By 71sangbad24.com