শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাদকসহ জুয়ার সরঞ্জম জব্দ করা হয়।
পুলিশ সুপার রংপুর এর সার্বক্ষণিক দিক নির্দেশনায় সহকারি পুলিশ সুপার, ডি সার্কেল ও পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ নেতৃত্বে গত (৮ জুন)২০২৪ইং গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ)/মোঃ আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে পীরগঞ্জ থানাধীন ১৩নং রামনাথপুর ইউপির বড় মজিদপুর দক্ষিনপাড়া মৌজাস্থ (বউ বাজার) এলাকার মাদক ব্যবসায়ী পলাতক আসামী মোঃ রাশেদুল ইসলাম এর একতলা বিশিষ্ট পাকা বসতবাড়ি হতে গাঁজা বিক্রির সময় আসামী মোঃ ঈসা মিয়া (৩৮), পিতা-মোঃ মিয়া উল্যাহ, মাতা-মৃত তবিয়া খাতুন, সাং-প্রাণকৃষ্ণ, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামকে হাতেনাতে গ্রেফতার করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী মোঃ মইনুল হক(৪১), পিতা-মোঃ বয়তুল্যাহ, সাং-বড়াইতলা, ডাকঘর-ঘুঘুরহাট, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, মোঃ রাশেদুল ইসলাম(৩৫), পিতা-মোঃ বাবলু মিয়া, সাং-বড় মজিদপুর (বউ বাজার), থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরদ্বয় পালিয়ে যায়।
এসময় ১৫ কেজি ১০০ গ্রাম গাজা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল, ২টি এন্ড্রয়েড ও ৩টি বাটন মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ আইনে একটি মামলা রুজু হয়।
এছাড়াও গত (৮ জুন) ২০২৪ইং গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আব্দুর রাজ্জাক সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পীরগঞ্জ থানাধীন ১০নং শানেরহাট ইউপির হরিরাম শাহাপুর মৌজাস্থ পলাতক ৫নং আসামী মোঃ সুইলাদ এর বসতবাড়ীর পশ্চিম দুয়ারী পূর্ব ভিটার আধাপাকা শয়ন ঘরের ভিতর অভিযান পরিচালনা করে জুয়া আসর থেকে মোঃ রিজন মিয়া (৩৫) পিতা- মৃতঃ আব্দুর রশিদ, সাং-রায়তী সাদুল্যাপুর, মোঃ গোলাম রব্বানী (৩৬) পিতা- মৃতঃ আব্দুর রাজ্জাক মন্ডল, মোঃ দুলু মিয়া (২৮) পিতা- মোঃ ফয়জার রহমান, মোঃ সাদেকুল ইসলাম (৪২) পিতা- মৃতঃ মোকছেদ আলী, সর্ব সাং- রাউৎপাড়া, সর্ব থানা- পীরগঞ্জ, জেলা- রংপুরগণকে গ্রেফতার করে।
এ সময় মোঃ সুইলাদ (৩০) পালিত পিতা- বাবুল মিয়া, মাতা- মোছাঃ শেফালী বেগম, সাং- হরিরাম শাহাপুর, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর পালিয়ে যায়।
জুয়া খেলার আলামত হিসেবে ১ (এক) সেট খোলা তাস ৫২ (বায়োন্ন) টি, নগদ ৫৯৫০/- টাকা, ১টি লাল বিছানা চাদর, ৩টি মোবাইল জব্দ করা হয়। উক্ত বিষয়ে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা রুজু হয়। এবং ওয়ারেন্ট মূলে গ্রেফতারকৃত ২ জন আসামী এবং নিয়মিত মামলায় ১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
আটককৃত মোট ৮(আট) জন আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দের নিমিত্তে প্রেরণ করা হইয়াছে।