শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন
মোস্তফা মিয়া- রংপুর জেলা প্রতিনিধঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলা১২নং মিঠিপুর ইউনিয়নের একবারপুর দক্ষিণপাড়া গ্রামের জাকারিয়ার পুত্র আদম নামে (৪) বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে, শনিবার রাত আনুমানিক ১১টার সময় মৃত ফয়েজ উদ্দিন এর পুত্র মোকছেদ হোসেনের পুকুর থেকে দুইদিন পর এই লাশ উদ্ধার হয়েছে।
আদমের বাবা অনেক খোঁজাখুঁজির শেষে পুকুরের পাশে তার বাচ্চার জুতা দেখতে পায়, তার পর আবার খোঁজাখুজি করে দেখতে পায় তার সন্তান পুকুরের পানিতে ভেসে আছে, জাকারিয়ার বড় ভাই পীরগঞ্জ অবগতি করলে পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আনোয়ারুল ইসলাম দ্রুত ঘটনা স্থলে এসে পুকুর থেকে লাশ উত্তলন করে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ জুন) থেকে এ বাচ্চাটির বাবা রংপুরের বিভিন্ন স্থানে ফকিরের বাড়ী বাড়ী গিয়ে বুঝ করেন, সবশেষে মিঠাপুকুর উপজেলার তেঁতলা ফরিদপুর গ্রামের এক বিখ্যাত ফকির চন্ডি দাস ফকির বলেন, বাবা তোমার বাচ্চা আশেপাশেই আছে , তোর বাচ্চা পাবি, মৃত্যু হোক বা জীবিত হোক পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন।
এলাকাবাসি সূত্রে জানা যায় মোকছেদ আলীর স্ত্রী এর আগেও একটি পূর্বের আলোচিত তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা আকতার হত্যা মামলার আসামি আছেন ।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আনোয়ারুল ইসলাম বলেন, সঠিক তদন্ত সাপেক্ষ সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে, প্রকৃত দোসি সাবস্ত করে আইনের আওতায় আনা হবে । শিশুটির এভাবে পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক এবং এলাকায় শোকের ছায়া পড়েছে।