হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
সময়োপযোগী সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে, দক্ষ সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রত্যয়ে নৈতিক গুণসম্পন্ন মানুষ হওয়ার স্বপ্ন দেখা ও বাস্তবায়ন করতে; বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা।
বুধবার (৪ জুন) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলাধীন তাম্বুলপুর ইউনিয়নের, তাম্বুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে অত্র ইউনিয়নের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন ছাত্র/ছাত্রীদের মাঝে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা দেওয়া হয়।
রংপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারী হামিদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুলাই বিপ্লবের অগ্রগামী সৈনিক সিবগাতুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় সৎ ও মেধাবীদের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকতে চায়। কারণ আমরা বিশ্বাস করি মেধাবীরাই পৃথিবীর নেতৃত্বে দেয়। বিশ্বের ইতিহাসে অসংখ্য নজির আছে, রাষ্ট্রকর্তা মেধাবী নাহলে সেই রাষ্ট্রের অবস্থা কি হয়। আর মেধাবীদের হাতে থাকলে দেশের অবস্থা কি হয়।
জেলা ছাত্রশিবিরের আয়োজনে ও তাম্বুলপুর ইউনিয়ন শিবিরের বাস্তবায়নে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্রশিবিরের গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া, কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোতালেব হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, বেরোবি সভাপতি সোহেল রানা, জেলা দপ্তর সম্পাদক মুনতাসির সালেহী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুল ইসলাম রাখু সহ জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, তোমাদের মাঝে শিক্ষিত হবার পাশাপাশি মানুষ হওয়ার স্বপ্ন থাকতে হবে। আগামী দিনে দেশ পরিচালার দায়িত্ব তোমাদের নিতে হবে। তাই হেলায় সময় পার না করে পড়ায় মন দিতে হবে। আদর্শ মানুষ হয়ে আদর্শ সমাজ ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মান করতে হবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।