হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
দেশের বর্তমান তাপমাত্রা জানান দিচ্ছে, আমাদের পরিবেশের কী ভয়াবহ রূপ ধারণ করেছে। সাম্প্রতিক গত কয়েক বছরে, দেশের বিভিন্ন প্রান্তে নির্বিচারে বৃক্ষনিধন কার্যক্রম চলমান থাকায় বর্তমান তাপমাত্রা চরমভাবে অসহনশীল হয়ে উঠেছে। এ অবস্থায় বৃক্ষরোপণের বিকল্প নেই বলছে বিশেষজ্ঞরা।
“দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় “পীরগাছা সোসাইটি” বছরব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। আজ শুক্রবার বিকেলে রংপুর পীরগাছার শাপলা চত্বর এলাকায় একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবকের সাথে নিয়ে সাধারণ পথচারী, শ্রমিক, ছাত্র ও ব্যাবসায়িদের মাঝে বনজ মেহগনি গাছের চারা বিতরণ করা হয়।
সংগঠনটির পীরগাছা ইউনিয়নের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদের পরিচালনায়, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। বৃক্ষ বিতরণকালে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। পরিবেশে প্রয়োজনের তুলনায় বৃক্ষের সংখ্যা কম হলে বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যায় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। বৃক্ষের অভাবে মাটি উর্বরতা হারায় হারিয়ে ফেলে উৎপাদন ক্ষমতা। মাটির উর্বরতা রক্ষায় যেমন বৃষ্টিপাত জরুরি।তেমনি বৃষ্টিপাতের জন্য আবশ্যক বৃক্ষ। এছাড়াও, ভূমিক্ষয় রোধে, জীববৈচিত্র্য রক্ষায়, মানুষের খাদ্য, ওষুধ, জ্বালানি, গৃহনির্মাণসহ ইত্যাদি কাজে বৃক্ষ আবশ্যক।
পীরগাছা ইউনিয়নের আহবায়ক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, পীরগাছা সোসাইটি ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই আমরা আত্মমানবতার সেবায় কাজ করছি। আমরা শীত, বর্ষা, বণ্যাসহ দেশের মানুষের জরুরী মুহুর্তে সর্বোচ্চ মানবতা নিয়ে মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। এবছর আমরা কয়েক হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা হাতে নিয়েছি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আব্দুর রউফ খন্দকার, দপ্তর সম্পাদক ডি.এম ইমরান হোসাইন, পরিবেশ বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক সুলতান আহমেদ, পাঠাগার ও ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য আলমগীর হোসেন, ছাত্রদের মধ্যে তুহিন ও আমীর হামজা প্রমূখ।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।