Saturday, April 20, 2024
Homeরাজশাহী বিভাগরাজশাহী জেলাপুঠিয়ার বানেশ্বরে কাপড় ব্যবসায়ীর উপর হামলা- দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ

পুঠিয়ার বানেশ্বরে কাপড় ব্যবসায়ীর উপর হামলা- দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ

মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
পুঠিয়ার বানেশ্বরে এক কাপড় ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ করছে কাপড় ব্যবসায়ীরা। সোমবার সকাল সাড়ে ১২টার সময় উপজেলার বানেশ্বর হাটের নিউ সুপার মার্কেটের রাজু সুজন ক্লথ স্টোরে এ হামলার ঘটনাটি ঘটে। এতে ৪ জন আহত হয়।

আহতরা হলেন- সুজন ক্লথ স্টোরের সুজন(৩০) ও রাজু(২৮), বিসমিল্লাহ বস্ত্রালয়ের কাওছার(৩৫) ও মাসুম(৩২)। আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে বানেশ্বর নিউ সুপার মার্কেটের রাজু সুজন ক্লথ স্টোরের মালিক প্রায় দেড় মাস পূর্বে ফেরী কাপড় ব্যবসায়ী বানেশ্বর গরু হাটার এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে ভারতীয় কাপড় ক্রয় করে। সেই কাপড়ের মধ্যে একটি কাপড় ক্রটিপূর্ণ হওয়ায় কাপড়টি পরিবর্তন করা নিয়ে দুই পক্ষের মধ্যে গত কয়েক দিন আগে তর্কবিতর্কের ঘটনা ঘটে।

সোমবার দুপুর ১২টার সময় ৫ থেকে ৬ জন একটি হকিস্টিক, স্ট্যাম্প ও লাঠিসোটা নিয়ে অতর্কিত রাজু ও সুজনের উপর হামলা চালায়। এসময় তাদের চিৎকারে বিসমিল্লাহ্ ক্লথ স্টোরের কাওছার ও মাসুম এগিয়ে এলে তাদের উপর হামলা চালানো হয়। পরে আশেপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে নিউ সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ীসহ সকল দোকানদারেরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ শুরু করে।

বানেশ্বর গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি আবু শাহিন বিষয়টি নিশ্চিত করে জানান- কাপড় ব্যবসায়ী সমিতি, গার্মেন্টস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জরুরী সভা করে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল বারী বলেন- থানায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ কর্মকর্তা জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments