বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
শামীনুর রশিদ- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি.
প্রযুক্তিকে কিভাবে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করা যায় তার জন্যই মূলত এই প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা অর্জন নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। আপনারা ভাগ্যবান এই প্রশিক্ষণটি করতে পারছেন। এই প্রশিক্ষণটি কিন্তু উপজেলার অন্য প্রশিক্ষণ থেকে আলাদা।
আপনাদের কাজ করতে যেন সুবিধা হয় এ জন্য আমরা প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে একটি করে ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা করছি। আশা করি বাকি ক্লাসগুলো শেষ করে আপনারা ফ্রিল্যান্সিং করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলবেন।
সোমবার (৬ জানুয়ারি) ২০২৫ইং উপজেলার হার-পাওয়ার প্রকল্পের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।
এ উপলক্ষে এদিন দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক “হার-পাওয়ার প্রকল্প” এর ৩য় পর্যায়ের ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরিতে ৪ ব্যাচের ২০ জন করে মোট ৮০ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান বিনামূল্যে ১টি করে ল্যাপটপ প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা বলেন, “হার পাওয়ার প্রকল্পে” প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করছি, যা আমাদের আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ সরকারিভাবে ল্যাপটপ পেয়েছি। প্রশিক্ষণ শেষে আমরা ঘরে বসে উপার্জন করতে পারবো। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও স্বাবলম্বী করতে পারবো।