হুজ্জাতুল ইসলাম- (গলাচিপা)পটুয়াখালি প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় পরীক্ষা কক্ষে অসদুপায় অবলম্বের দায়ে দুই শিক্ষককে এক বছরের কারাদণ্ড, তিন শিক্ষার্থীকে বহিষ্কার ও এক শিক্ষককে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার কালিকাপুর নুরিয়া সিনিয়র মাদ্রাসার এই ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা পরীক্ষা কক্ষে এনড্রয়োড মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেছিল। ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে অপেক্ষামান কল্যানকলস নেছারিয়া মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলামের কাছে পাঠানো হয়। তিনি প্রশ্নপত্রের উত্তর সঠিক করে শিক্ষার্থীদের কাছে প্রেরণ করেন।
এ ঘটনা জানাজানি হয়ে যায়। এদিকে এই সময়ে পটুয়াখালী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান ও গলাচিপা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম প্রবেশ করেন। কক্ষে তল্লাশি করে ব্লাকবোর্ডের পিছন থেকে মোবাইল এনড্রয়েড ফোন উদ্ধার করেন। মোঃ শাহিনের শরীর তল্লাশী কওে উদ্ধার করা হয় নকল।
এরপর কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থীদরকে জিজ্ঞাসাবাদে সব তথ্য বেরিয়ে আসে। পরীক্ষার্থীরা হল কল্যাণকলস নেছারিয়া মাদ্রাসার ছাত্র মোঃ মুজাহিদুল ইসলাম, মোঃ সিয়াম ও গলাচিপা এন জেড মাদ্রাসার মোঃ শাহিনকে অসদুপায় অবলম্বলের দায়ে বহিষ্কার করা হয়েছে। অসদুপায়ে সহযোগীতা করার অভিযোগে এন জেড মাদ্রাসার সহকারি সুপার মাওঃ আঃ হাসান, লামনা ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোঃ আল আমিনকে এক বছরের সাজা আদেশ দেয়া হয়েছে।
গলাচিপা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম জানান, এন জেড মাদ্রাসার সহকারি সুপার মাওঃ আঃ হাসান, লামনা ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোঃ আল আমিনকে এক বছরের সাজা দেয়া হয়েছে।
এছাড়া পলাতক কল্যানকলস নেছারিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোঃ রফিকুল ইসলামকে নিয়মিত মামলা দায়েরের জন্য গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। পরীক্ষার্থী ৩ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়ে বলে তিনি জানান।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।