মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সকল শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন, ফুলবাড়ীর কৃতি সন্তান মুক্তিযুদ্ধ চলাকালীন ৭নম্বর সেক্টরের জুনিয়র কমান্ডার, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনসুর আলী সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ্ তমাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, ফুলবাড়ী উপজেলা সহকারী(ভূমি) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মেস্তাফিজার রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান।
অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলার প্রায় তিন শতাধিক মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।