শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
ফেসবুকে প্রেম করে প্রেমিকার গোপন ছবি ধারণ করে ব্ল্যাকমেইলের ঘটনায় দুইজনকে আটক করেছে নীলফামারীর জলঢাকা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শিবপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মোঃ সেন্টু রহমান(২৩) ও একই জেলার পরশা থানার বড়গ্রাম এলাকার মোঃ সাইদুল রহমানের ছেলে সারোয়ার হোসেন(২৫)।
সোমবার (২৮শে আগস্ট-২৩ইং) তথ্যটি নিশ্চিত করেছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম।
পুলিশ জানায়, জলঢাকার এক কলেজ ছাত্রীর সাথে ফেসবুকে পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক হয় সেন্টু রহমানের। সম্পর্কের এক পর্যায়ে ভিডিও কলে কথা বলার সময় ওই কলেজ ছাত্রীর গোপন ছবি ধারণ করে সেন্টু।
টাকা না দিলে সেন্টু ও তার বন্ধু সারোয়ার ধারণকৃত গোপন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ওই কলেজ ছাত্রীকে। ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী তাদের নামে জলঢাকা থানায় মামলা করলে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
অভিযানের এক পর্যায়ে রবিবার (২৭শে আগস্ট-২৩ইং) বিকেলে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শিবপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করে জলঢাকা থানা পুলিশ।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, সেন্টু ও তার বন্ধু সারোয়ার গোপন ছবি ধারণ করে ওই কলেজ ছাত্রীকে ব্ল্যাকমেইল করে। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারাও ব্লাকমেইল করার কথা স্বীকার করেছেন। তাদের নামে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং- ০২/১৮৪, তারিখ-০১/০৮/২০২৩।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।