রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
আওয়ামী ফ্যাসিবাদ গণতন্ত্র নৎসাত করতে এখনো নানা রকম ষড়যন্ত্র করছে, এজন্য সকলকে সজাগ থাকতে হবে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র, জনতা, দিনমজুর সহ নানা পেশার মানুষ জীবন দিয়েছে। এখনও রক্তের দাগ মিশে যায়নি। এর মধ্যে ষড়যন্ত্র থেমে নেই। দিন যত যাচ্ছে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাচ্ছে। ১৬ বছর ধরে আওয়ামীলীগ শাসন ব্যবস্থা পাকাপোক্ত করে বিরোধী দলের উপর দমন নীতি চালিয়ে খুন হত্যা গুম সহ নানা রকম কার্যক্রম চালিয়েছে। অনেকের বাবা-ভাই হারিয়েছে। আজ তারা এতিম হয়েছে। প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে।
গত বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা সহ-সভাপতি, যুক্তরাষ্ট্র বিএনপি, পার্বতীপুর-ফুলবাড়ী ৫ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী, তিনি লিফলেট বিতরণকালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য আবুল বাশার ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক গোলাম জাকির রহমান চঞ্চল। ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শিক্ষক মো. জুলফিকার আলী সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নে শুক্রবার (৮ আগস্ট) ৩১ দফা লিফলেট বিতরণ করে জনসাধারণকে জাগিয়ে তোলেন। এ সময় ১০নং হরিরামপুর ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।