সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
এমদাদুল হক লালন- বকশীগঞ্জ(জামালপুুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বোরো ধান বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার ৫ই নভেম্বর দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে সার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার(ভূমি) আতাউর রাব্বী, উপজেলা আ‘লীগের সভাপতি শাহীনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুসহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানান গেছে- বকশীগঞ্জ উপজেলার ৩ হাজার কৃষককে হাইব্রিড জাতের বোরো ধান বীজ এবং ২ হাজার ৮০০ কৃষককে বোরো ধান বীজ ও বিনামূল্যে ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।