বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
এমদাদুল হক লালন- বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে সাধুরপাড়া ইউনিয়নে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে সাধুর পাড়া ইউনিয়নের দাসের হাট বাজারে এই অগ্নিকান্ড ঘটে।
জানা গেছে- মঙ্গলবার দুপুর ২টার দিকে সাধুরপাড়া ইউনিয়নে দাশের হাট বাজারে হাসানের ইলেকট্রিক দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগে মুহূর্তে মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আশপাশের আরো ৩টি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এতে করে প্রায় ১০ লক্ষাধিক টাকা মতো ক্ষয় ক্ষতি হয়।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক জানান- আমরা খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটতে পারে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা জানান- ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা করা হবে বলে জানান তিনি।