সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
এমদাদুল হক লালন- বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে ৫-১২ বছর বয়সে শিশুদের জন্য পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কোভিট-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গরবার ৮ই নভেম্বর সকালে বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা কমপ্লেক্সের আয়োজনে টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোশারফ হোসেন, বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরি সেন, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই মোঃ রমজান আলীসহ ক্ষুদে ডাক্তারও উপস্থিত ছিলেন।