সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। (২৫ নভেম্বর) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে।
উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, পৌর বিএনপি’র সভাপতি আলীমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর পাশা, ধুনট সরকারি ডিগ্ৰী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)আব্দুল মান্নান, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, উপজেলা জামায়াতী ইসলামের আমির আমিনুল ইসলাম, আবৃত্তি শিক্ষক রাসেল মাহমুদ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রিণ্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।