আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
উত্তর অঞ্চরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাভিত্তিক ২নং ইউনিটটি দীর্ঘ ৪ বছর ধরে বন্ধ। ওভার হোলিং এ কোটি কোটি টাকা ব্যায়। তবুও চালু রাখতে পারে নি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। গত ৩১/০৭/২০২৪ইং তারিখে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ৩য় ইউনিটটি চালু করতে প্রায় ১ মাস সময়ের বেশি লাগতে পারে। ৩য় ইউনিটি ডিভাইস নষ্ট হয়ে যায় এর কারণে ইউনিটি বন্ধ করতে হয়। বর্তমান ১নং ইউনিটটি চালু রাখা হয়েছে। এই ইউনিট থেকে মাত্র ৬০-৬৫ মেগাওয়াড বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। ১নং ও ২নং ইউনিটটি স্থাপনের কয়েক বছর পর থেকে প্রতি বছর ওভার হোলিং করতে হয়।
এতে কোটি কোটি টাকা ব্যায় করা হয়। তেমনি জানা গেছে, ২য় ইউনিটি আর মেরামত করা সম্ভব নয়। মেরামত করতে গেলে আবারও চীনা কোম্পানির নিকট থেকে মালামাল এনে মেরামত করতে হবে। এতে বিপুল পরিমান অর্থ ব্যয় হবে। আবার অনেক মালামাল পাওয়ায় সম্ভব নয়। এই কারণে ২নং ইউনিটটি গত ৪ বছর ধরে অকেজ অবস্থায় ফেলে রেখেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। চলতি মাসে ৩য় ইউনিটটি চালু করা হলে পূর্বের ন্যায় বিদ্যুৎ উৎপাদন হবে বলে আসা রাখেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক জানান, বর্তমান রাষ্ট্রের অবস্থার পরিপেক্ষিতে ৩য় ইউনিটের মালামাল আনতে সময় লাগছে। মালামাল আসা মাত্র ৩য় ইউনিটির মেরামত কাজ শুরু হবে। আশা করা যায় এ মাসের মধ্যে যথাসাধ্য চেষ্টা করব ৩য় ইউনিটি চালু করার জন্য।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।