আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বন্ধুকের নল দিয়ে ক্ষমতায় আসার দিন শেষ, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিন শেষ। দারিদ্র-দূর্নীতি-ক্ষুধামুক্ত দেশ গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্য ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের পথে রয়েছে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কর্মকান্ডের জন্য বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে।
তিনি শনিবার ১৭ই ফেব্রুয়ারি সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে পৌর শহরের পুরাণ বাজারস্থ আল-হেরা শপিং সিটির সামনে ‘বিশ্বনাথ উপজেলা আওয়ামী পরিবারের’ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যুক্তরাজ্যের পোস্ট মাউথ আওয়ামী লীগের সহঃ সভাপতি আলহাজ্ব সমুজ আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
পৌর আওয়ামী লীগের সদস্য ফিরুজ খানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আশিক আলীর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের পোস্ট মাউথ আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব সমুজ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহানগর কৃষক লীগের সহঃ সভাপতি শেখ আজাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, জেলা শ্রমিক লীগের সদস্য শংকর দাস শংকু, যুবলীগ নেতা ইস্তিয়াক খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শানুর আলী জয়দু এবং স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয়সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।