মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধি.
“যৌবনের জয় গানে ১৮ বছরে বাংলার চোখ” এই স্লোগানকে সামনে রেখে বাংলার চোখ’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১২ অক্টোবর)-২৪ইং সন্ধা ৬ টার সময় আরএএমসি শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় রয়্যালটি লাউঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান হাজী মো. তানবীর হোসেন আশরাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর শাহ আলম, অধ্যক্ষ মোশাররফ হোসেন, এস এম আব্দুল মতিন লস্কর, ড. মো. বাবুল হোসাইন, আশরাফুল আলম আল আমিন, মিজানুর রহমান মিজুসহ আজীবন সদস্য মো. তৌহিদ হোসেন (সেরা করদাতা) পর পর ৬ বার, ইঞ্জিনিয়ার মো. হাসানুজ্জামান সুমন, মো. রোজাফ করিম, মো. মিজানুর রহমান মিজান, মোহাম্মদ আলী, সহ-সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান মিজান, মহানগর কমিটির সভাপতি মো. আবু জাফর লিটন, উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ ওমর ফারুক, সদস্য সচিব মো. আসাদুজ্জামান কবির ও দুলাল মিয়া প্রমুখ।
এসময় বাংলার চোখ’র উপদেষ্টা মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চল, রংপুরের প্রফেসর এসএম আব্দুল মতিন লস্কর পরিচালক (অব.) কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।