দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা গ্রাম থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- উপজেলার কনকদিয়া চিকনিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ওই নারীর(৩২) লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার উপপরিদর্শক(এসআই) মোঃ রফিকুল ইসলাম।
গতকাল সোমবার ৩রা অক্টোবর দুপুরে স্থানীয় কয়েকজন কিশোর ওই বিদ্যালয় মাঠে খেলতে গিয়ে বিদ্যালয় ভবনের নিচতলায় সিঁড়ির পাশে লাশটি দেখতে পায়।
পরে তারা এলাকাবাসীর মধ্যে খবর ছড়িয়ে পরলে পুলিশকে ফোন দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে- ওই নারীর গায়ের রং শ্যামলা। হালকা সবুজ সেলোয়ার কামিজ পরিহিত অবস্থায় ছিলেন ওই নারী। তার গলায় ওড়না পেঁচানো ছিল।
ধারণা করা হচ্ছে ধর্ষণের পর ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কেউ কেউ ধারনা করেন ওই বিদ্যালয়টি শারদীয় দুর্গা পূজার কারণে বন্ধ থাকায় নির্জন এলাকা ভেবে কেউ লাশটি ওখানে রেখে গেছেন। লাশের শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে স্থানীয় লোকজন লাশটি শনাক্ত করতে পারেননি।
৩রা অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত প্রাপ্ত তথ্যর আলোকে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন- "খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আমি নিজে ওখানে যাচ্ছি এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।