সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন
পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ
চত্বরে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।
এর পর সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আল আমিন এর সভাপতিত্বে দিবসটির উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস্ চেয়ারম্যান মোশারেফ হোসেন, বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আরা, আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম প্রমূখ।
এছাড়াও শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় জনতা ভবনে
আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।