দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে বাউফল রিপোর্টার্স ইউনিটির কার্য নির্বার্হী পরিষদ নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার হাসপাতাল রোডস্থ অস্থায়ী কার্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের এসএম সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা‘র জি.এম. মশিউর রহমান মিলন।
এতে অন্যান্য পদের মধ্যে মুজাহিদুল ইসলাম মনির ও বিমল চন্দ্র শীল সহ-সভাপতি, ইয়াকুব আলী মোল্লা এবং যৌথভাবে আরিফুর রহমান ও মীর মহসিন যুগ্ন সাধারণ সম্পাদক, জাহিদ সিকদার দপ্তর সম্পাদক, ফয়সাল মোল্লা কোষাধ্যাক্ষ, তোফায়েল ইসলাম মিশু তথ্য-প্রযুক্তি, প্রচার ও প্রকাশনা সম্পাদক, রাশিদুল ইসলাম, আবুবকর মিল্টন, নুরুল ইসলাম আজাদী নির্বাহী সদস্য নির্বাচিত হন।
এর আগে ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক পদে সফিউর রহমান মিঠু বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন। সকাল ৯টায় প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন শুরু হয়ে চলে টানা ২টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে বিকাল ৪টায় প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন।
নব-নির্বাচিত সভাপতি এসএম সিদ্দিকুর রহমান বলেন, গত এক বছর আমরা মৌখিক ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিলাম। এবছর প্রথম রিপোর্টার্স ইউনিটির সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তাই আনন্দটা একটু বেশি। এসময় সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যায় ব্যাক্ত করেন নব নির্বচিত সাধারণ সম্পাদক জি.এম. মশিউর রহমান মিলন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।