Tuesday, April 23, 2024
Homeরংপুর বিভাগঠাকুরগাঁও জেলাবালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান

বালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান

মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চলতি মৌসুমে ৪ হাজার ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, গম, ভূট্টা, শীতকালীন পেঁয়াজ ও মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ, সার সহায়তা প্রদান করা হয়।

বুধবার ১৬ই নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার সহায়তা প্রদানের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা ভাইস্ চেয়ারম্যান মাজেদুর রহমান, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী।

বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সহিদুল ইসলাম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার গুলজার রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন- মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহারা বানু, বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েক শতাধিক কৃষক-কৃষাণী, কৃষি অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়- বালিয়াডাঙ্গীতে মোট ৪ হাজার ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার সহায়তা প্রদান করা হবে।

এর মধ্যে সরিয়া বীজ ১৬০০ জন, গমের বীজ ২০০০ জন, ভূট্টা বীজ ৬০০ জন, পেঁয়াজের বীজ ৬০ জন, মুগ ডাল বীজ ১৮০ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments