রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
মোস্তফা মিয়া- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) পীরগঞ্জ উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করা হয়েছে । আজ ২৬শে জানুয়ারি বৃহস্পতিবার বেলা বারোটার সময় উপজেলা পরিষদ হলরুমে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়।
গত ৩রা ডিসেম্বর উক্ত সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। শপথ বাক্য অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম আমিনুর রহমান খোকন।
সহকারী নির্বাচন কমিশনার সৈয়দ মসিউর রহমানের সন্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, মহিলা ভাইস্ চেয়ারম্যান রওশন আরা আলম রিনা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল আমিন রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল, তৃতীয় মেয়াদে নির্বাচিত সফল সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, কবি সম্পাদক সুলতান আহমেদ সোনা, সহকারী নির্বাচন কমিশনার আসাদুল্যাহেল গালিব বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার সহ সভাপতি ও পীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন।
তথ্যসূত্রে জানা গেছে- উক্ত সমিতিতে সভাপতি একজন, সহসভাপতি তিনজন, সাধারণ সম্পাদক একজন, যুগ্ম সাধারণ সম্পাদক দুই জন, কোষাধ্যক্ষ একজন, সাংগঠনিক সম্পাদক একজন, সমাজকল্যাণ সম্পাদক একজন, মহিলা সম্পাদিকা একজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক একজন শিক্ষা ও সাষ্কৃতিক সম্পাদক একজন এবং দপ্তর সম্পাদক একজন সকলেই সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।মোট ভোটার সংখ্যা ১১৬৬ জন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের অধিকার আদায়ে নিরপক্ষ ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করা ও শিক্ষা কে বানিজ্যিকরণ না করে শিক্ষার গুণগত মানউন্নয়নে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক সাংবাদিক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।