বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
নড়াইলে জমি নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা ধুনটে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সম্মাননা প্রদান যৌথ বাহিনীর টাক্সফোর্স অভিযানে মাদক কারবারির কারাদণ্ড তারাগঞ্জে চাষিদের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণ ধুনটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত নীলফামারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ধুনটে হ্যান্ডকাপসহ পলাতক আসামিকে গ্রেপ্তার পীরগঞ্জে বিএনপি’র মা সমাবেশ অনুষ্ঠিত পীরগাছা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠণ নড়াইলে খুলনার রেঞ্জ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে ৭৫ জন গ্রাম পুলিশ পেলেন বাই-সাইকেল ও পোশাক আজকের গাছ- আগামীর নিঃশ্বাস- বৃক্ষরোপনে ইউএনও রুবেল রানা ইছামতী নদীতে থেকে নবজাতকের লাশ উদ্ধার কিশোরগঞ্জকে গ্রীন ও ক্লিন কিশোরগঞ্জ গড়তে চাই- নবাগত ইউএনও নীলফামারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইমারত নির্মাণ তারাগঞ্জে একই ব্যক্তির ৬ গরু চুরি নড়াইলে এক গৃহবধূর তিন সন্তান জন্ম ধুনটে বসতভিটা অবৈধ দখল চেষ্টায় থানায় অভিযোগ আবু সাঈদের রক্তের সাথে বেইমানী করবেন না- এটিএম আজহার ফুলবাড়ীর দৌলতপুরে জমি জমার বিরোধে মারপিট

বিজিবির অভিযানে ফেব্রুয়ারীতে ১৭০ কোটি টাকার পণ্যসামগ্রী উদ্ধার

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের অভ্যান্তরিন ও সীমান্তবর্তী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিজিবি দেশের সিমান্ত অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি চোরাচালান রোধ, নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্র উদ্ধার, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিষ্ঠার সাথে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফেব্রুয়ারি-২৫ইং সর্বমোট ১৭০ কোটি ১৮ লাখ ৭৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী উদ্ধার করেন।

বুধবার (৫ মার্চ) ২০২৫ইং বিভিন্ন গণমাধ্যমে পাঠানো পিবিজিএমএসের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে যথাক্রমে- ২ কেজি ৫২৯ গ্রাম স্বর্ণ, ৮৫ কেজি ৪০০ গ্রাম রুপা, ৮,৭৮৪টি শাড়ি, ৬,৮১১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৭,২০৪টি তৈরি পোশাক, ১২,২০২ মিটার থান কাপড়, ৩,৩৯,৯২০টি কসমেটিক্স সামগ্রী, ৭,১৬৬টি ইমিটেশন গহনা, ১৬,৮৬,৭৩৯টি আতশবাজি, ৬,৭৮২ ঘনফুট কাঠ, ২,৪৩৪ কেজি চা পাতা, ৪৮,৮৩৯ কেজি সুপারি, ২,৬৯,৮২৪ কেজি চিনি, ৪,০৯৩ কেজি সার, ৩২ লিটার ডিজেল, ২৩,৮২০ কেজি কয়লা, ১,৩১০ ঘনফুট পাথর, ১১৫ কেজি সুতা/কারেন্ট জাল, ৫৫৯টি মোবাইল, ৩,৮৫২টি মোবাইল ডিসপ্লে, ৩০,৬২৪টি চশমা, ৬৭,১৩৫ কেজি বিভিন্ন প্রকার ফল, ৬৭০ কেজি ভোজ্য তেল, ৪,৩৩৬ কেজি পিঁয়াজ, ২,৪৮৩ কেজি রসুন, ১৩,৪০৬ কেজি জিরা, ২,৮৩৫ কেজি কিসমিস, ১,৯১,৫৯১ পিস চকোলেট, ৯টি ট্রাক, ১১টি পিকআপ, ২টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক্টর, ৪৬টি নৌকা, ২৭টি সিএনজি/ইজিবাইক, ৪৪টি মোটরসাইকেল এবং ৩১টি বাইসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২টি বন্দুক, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১টি মর্টার শেল ও ৬৯টি হাত বোমা। এছাড়াও গত মাসে বিজিবির বিভিন্ন ইউনিট কতৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।

জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে, ১১,৫৯,৭৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি ৮৭৮ গ্রাম হেরোইন, ২ কেজি ২৯৭ গ্রাম কোকেন, ২৩,০৪৪ বোতল ফেনসিডিল, ১৪,৯৩৫ বোতল বিদেশী মদ, ১৬০ লিটার বাংলা মদ, ৭১৩ বোতল ক্যান বিয়ার, ২,৬৯৩ কেজি গাঁজা, ৩,৪০,২৪২ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪০,৯১৪টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৩,৭৮৭ বোতল ইস্কাফ সিরাপ, ২০৮ বোতল এমকেডিল/কফিডিল, ৬,৯৭,৮৭২ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট এবং ৫৯,৯৬৯টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট। এছাড়া বান্দরবানে ২৮.৫ একর পপি করা হয়েছে।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা’সহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৪ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৮১ জন বাংলাদেশী নাগরিক ও ১৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা কালে ৯৩১জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোও হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com