আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ পৌর শহরে একই স্থানে দু'পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করায় উত্তপ্ত পরিস্থিতির দিকে এগোচ্ছিল।
ফলে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামের আহ্বানে কর্মসূচী স্থগিত করেছে উভয় পক্ষই। ফলে অনাকাঙ্খিত ঘটনা থেকে রক্ষা পেলেন বিশ্বনাথবাসী।
জানা যায়, টিউবওয়েল, ওয়াশ ব্লক, কালভার্ট ও রাস্তা দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের প্রতিবাদে উপজেলা চেয়াম্যান এস এম নুনু মিয়ার বিরুদ্ধে আজ রবিবার আজ রবিবার ৩রা সেপ্টেম্বর দুপুর ২টায় পৌর শহরের বাসিয়া ব্রীজের উপর বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালনের আয়োজন করে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন।
অপরদিকে একই সময়ে ও একই স্থানে দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে বিশ্বনাথ পৌর আওয়ামী লীগ।
একই সময়ে ও একই স্থানে পৃথক দু'টি কর্মসূচী আহ্বান করায় উত্তপ্ত পরিস্থিতির দিকে এগোচ্ছিল বিশ্বনাথ। ফলে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ওই স্থানে রবিবার কোন সভা-সমাবেশ না করতে উভয় পক্ষকে আহ্বান জানান বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
পুলিশের আহ্বানে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার বিক্ষোভ ও মানববন্ধন এবং পৌর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা স্থগিত করা হয়।
এব্যাপারে বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন সাংবাদিকদের বলেন, আজ রবিবার আমাদের দলীয় আরেকটি অনুষ্ঠান রয়েছে। তাই অনিবার্য কারণবসত আমাদের আজকের কর্মসূচী স্থগিত করা হয়েছে।
সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক ফজল খান সাংবাদিকদের বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা বিচারাধীন, তাই মহামান্য আদালতকে সম্মান জানিয়ে আজকের কর্মসূচী আমরা স্থগিত করেছি বলে তিনি জানান।
এ বিষয়ে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দু'পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি বন্ধ করে দিয়েছি। ফলে কোন অবস্থাতেই বিশ্বনাথের শান্ত পরিবেশকে অশান্ত সৃষ্টি করা যাবে না বলে তিনি জানান।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।