আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে স্বাস্থ্যসেবা বাড়াতে ও অসহায় রোগিদের ফ্রি স্বাস্থ্য সেবা দিতে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল স্বপ্ন দেখতে শুরু করেছে।
প্রশংসিত এই উদ্যোগের কাজ শুরু হওয়ায় খুশি প্রবাসী ও বিশ্বনাথের মানুষ।
সোমবার ৬ই ফেব্রুয়ারি হসপিটালের মাঠে দোয়া মাহফিলের মধ্য দিয়ে দি ওয়ান পাউন্ড হসপিটালের কাজ শুরু হয়েছে। দোয়া পরিচালনা করেন জামেয়া মাদানিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিব্বির আহমদ।
হসপিটালের বাংলাদেশ চাপ্টারের চেয়ারপার্সন ও মন্ত্রী পরিষদের সাবেক সচিব মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে ও হসপিটালের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়াছ মিয়া এবং ফাউন্ডার মেম্বার, কবি শাহ সুহেল আমিনের যৌথ পরিচালনায় দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, হসপিটাল নির্মাণ হওয়ায় মানুষ উপকৃত হবেন। উপকার পাবেন। নিঃসন্ধেহে এটি মহতি ও মহৎ কাজ। ওই কাজকে এগিয়ে নিতে তিনি দেশ-বিদেশের সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
সংসদ সদস্য আরো বলেন- হসপিটালের যে কোন কাজ আমি প্রধান্য দিয়ে করব। আমার সাধ্যমত সহযোগিতা করব। হসপিটালের যে কোন প্রয়োজনে আমাকে ডাক দিলে আমি সেই ডাকে সাড়া দিব।
স্বাগত বক্তব্য রাখেন- দি ওয়ান পাউন্ড হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও সিইও ডাক্তার শানুর আলী মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, ওয়ান পাউন্ড হসপিটালের উপদেষ্ঠা সদস্য প্রফেসর মোয়াজ্জেম হোসেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিলোয়ার হোসেন সুমন, উপজেলা ভূমি কর্মকর্তা আসমা জাহান সরকার, ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, আমেরিকা প্রবাসী মনির আহমদ, বিশ্বনাথ পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র রফিক হাসান, কাউন্সিলর মোহাম্মদ সুমন, হসপিটালের প্রথম ফাউন্ডার মেম্বার সমুজ আলী, হসপিটালের উপদেষ্ঠা সদস্য ফারুক আহমদ, শেখ মনির মিয়া, চীপ কো-অর্ডিনেটর কবি নাজমুল ইসলাম মকবুল, ফাউন্ডার সাংবাদিক রহমত আলী, মোহাম্মদ আলী ছালেক, এম এ হক, সামছু মিয়া লয়লুছ, মাহবুব মিয়া, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ শাহ মস্তাব আলী, ব্যবসায়ী শেখ সালামত আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, বেলাল আহমদ, সংগঠক আসাদুজামান নূর আসাদ, রুমেল আলী, শাহ জামাল, মিরাজ আলী, ওয়ান পাউন্ড হসপিটাল ঢাকার কো-অর্ডিনেটর সাইদুল ইসলাম, দুলাল, মেডিকেল কো-অর্ডিনেটর ডাক্তার শেখ সাবিহা নাসরিন ইভা, ডাক্তার এম এ কদ্দুছ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ, মাওলানা হাসান বিন ফাহিম, সংগঠক শেখ আজাদ, আব্দুস সালাম চৌধুরী আক্তার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, মাওলানা শহিদুর রহমান, মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, নবীন সুহেল, আব্দুস সালাম, বদরুল ইসলাম মহসিন, মসাহিদ আলী, সিলেট ২ আসনের সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব, স্বেচ্ছাসেবী শেখ সানজিদাহ শারমিন সিভা, সংগঠক শেখ ফজর রহমান, দয়াল উদ্দিন তালুকদার, বাবুল আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।