সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে মেধাবী শিক্ষার্থী সুমা বেগম। সে বিশ্বনাথ ডিগ্রি কলেজ থেকে পরীক্ষায় অংশগগ্রন করে কৃতিত্বপূর্ণ এই ফলাফল অর্জন করে।
সুমা বেগম বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ব্যবসায়ী ফিরোজ আলীর দ্বিতীয় কন্যা। সুমা ইতিপূর্বে আশুগঞ্জ হলি চাইল্ড স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫, আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং একই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে।
সুমা ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সকলের নিকট দোয়া প্রার্থী।
উল্লেখ্য, এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বিশ্বনাথ ডিগ্রি কলেজ থেকে ১২৮ জন পরিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।